newsup

জানুয়ারি ৩০, ২০২২

ঢাবির হলগুলোতে ‘শিক্ষার্থীবান্ধব’ নেতৃত্ব চায় ছাত্রলীগ

ঢাবির হলগুলোতে ‘শিক্ষার্থীবান্ধব’ নেতৃত্ব চায় ছাত্রলীগ
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব নেতার হাতে নেতৃত্ব তুলে দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শনিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এমনটি জানান।

সংবাদ সম্মেলনে সনজিত চন্দ্র দাস বলেন, ‘শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের অধিকার আদায়ে কাজ করবে, ক্যান্টিনে খাবারের মানোন্নয়ন করবে এবং গণরুম ব্যবস্হার উচ্ছেদ করে ‘জাদুঘরে পাঠাবে’—এমন কর্মিবান্ধব নেতৃত্ব হলগুলোতে নিয়ে আসা হবে।

এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপসহ মামলা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের অবশ্যই আমরা নেতৃত্বে আসতে দেব না। সর্বোচ্চ চেষ্টা চালাব সত্, মেধাবী, দেশের জন্য আপসহীন, দেশরত্ন শেখ হাসিনার জন্য আপসহীন, যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্ত্তত, সামনের জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলায় যারা প্রস্তুত রয়েছে, আমরা সেই ধরনের নেতৃত্ব বাছাই করব।’

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের কমিটি গঠনে রোববার বেলা ১১টায় টিএসসি প্রাঙ্গণে সমন্বিত বার্ষিক হল সম্মেলনের আয়োজন করছে ছাত্রলীগ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনাভাইরাস মহামারি পরিস্হিতি বিবেচনায় সরকারের নীতিমালী অনুযায়ী রোববারের সম্মেলনে লোকসমাগম সীমিত রাখা হবে বলে জানান সাদ্দাম হোসেন। তিনি বলেন, পরিস্হিতি বিবেচনায় সম্মেলনস্হলে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের সব কর্মীকে রাখা সম্ভব হচ্ছে না। তবে তাদের জন্য লাইভের ব্যবস্হা থাকবে। সম্মেলনে দুই ডোজ টিকার সনদ থাকা সাপেক্ষে হলের প্রদপ্রত্যাশীরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ হল শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকেরা থাকতে পারবেন।

কমিটিতে পদপ্রত্যাশীদের মধ্যে যারা হলে শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে জড়িত, তাদের বিষয়ে সংগঠনের অবস্হান জানতে চাইলে সাদ্দাম বলেন, ‘হলের পদপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন। আমরা আহ্বান জানিয়েছি, পদপ্রত্যাশীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অসংগতি থাকলে আমাদের কাছে যেন তা সরবরাহ করে, সে অনুযায়ী আমরা তদন্ত করে নেতা নির্বাচন করব।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইনের সঞ্চালনায় সম্মেলন প্রস্ত্ততি কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন বলেন, ‘আমরা উত্সবমুখর পরিবেশে সব হলের কর্মিসভা সম্পন্ন করেছি। এখনো বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে কর্মীরা কাজ করছেন। এখন উত্সবের আমেজ বিরাজ করছে।’


সর্বশেষ সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ল

সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ল

এক মাসের ব্যবধানে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বেড়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন

ঘটনার দশদিন পর বিজেপির মুখপাত্রের নামে দিল্লি পুলিশের এফআইআর

ঘটনার দশদিন পর বিজেপির মুখপাত্রের নামে দিল্লি পুলিশের এফআইআর

ঘটনার দশ দিন পর নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। হেট স্পিচ ছড়ানোর দায়ে দিল্লি পুলিশ মামলা করেছে নবীন

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্তে ৪ জন নিহত: রিপোর্ট

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্তে ৪ জন নিহত: রিপোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৮ জুন) বিকেলে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল

তেলচালিত গাড়ি নিষিদ্ধ করার পথে এগোচ্ছে ইইউ

তেলচালিত গাড়ি নিষিদ্ধ করার পথে এগোচ্ছে ইইউ

চলমান ইউক্রেন সংকট খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতার পরিণাম স্পষ্ট করে দিচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার চাপের পাশাপাশি

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত পোড়ালো গ্রামবাসী!

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত পোড়ালো গ্রামবাসী!

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। বুধবার (৮ জুন) রাতে ভারতের ঝাড়খণ্ডের গুমলায় ঘটেছে এই

তিস্তার পানি বৃদ্ধি: খুলে দেওয়া হয়েছে সব গেট

তিস্তার পানি বৃদ্ধি: খুলে দেওয়া হয়েছে সব গেট

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে দেশের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়

লুটপাট করার জন্যই ৬ লাখ কোটি টাকার বাজেট

লুটপাট করার জন্যই ৬ লাখ কোটি টাকার বাজেট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বাজেট দেয় নিজেদের দলের জন্য। কত টাকা দুর্নীতি করা যাবে সেই হিসাব

এক নজরে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট

এক নজরে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম