টিকটকের মতো কাস্টম ভয়েসওভার আনছে ইউটিউব শর্টস

নিউজ ডেস্কঃ দ্রুত জনপ্রিয় হয়ে উঠা টিকটককে টেক্কা দিতে ২০২০ সালে ইউটিউব শর্টস নামে একই ধরণের সেবা নিয়ে আসে। ৬০ সেকেন্ডের ভিডিওতে কিছু বেসিক ফিল্টার, ক্যাপশন, কালার কারেকশনসহ অ্যাপেই ভিডিও সম্পাদনার সুযোগ দেয়া হয়। এবার বাইটড্রান্স নেটওয়ার্কের আরেকটি ফিচার ধার করে নিজেদের প্ল্যাটফর্মে আনছে ইউটিউব।

নতুন ফিচারটির মাধ্যমে কোনো তৃতীয় পক্ষে ভিডিও এডিটিং অ্যাপ ছাড়াই ভয়েসওভার পরিবর্তন করার সুযোগ পাবেন শর্টস ব্যবহারকারীরা। এই ফিচারটি টিকটকে বেশ আগে থেকেই রয়েছে। এক্সডিএ-ডেভেলপাররা ইউটিউব শর্টসের বেটা সংস্করণে নতুন ফিচার সম্পর্কিত কোড দেখতে পেয়েছেন।

ধারণা করা হচ্ছে, ইউটিউব একটি আলাদা বাটন যুক্ত করতে যাচ্ছে যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই রেকর্ড করতে পারবেন এবং ভিডিও আপলোডের আগে সেটি ঐ ভিডিওতে বসিয়ে দিতে পারবেন।

এখন পর্যন্ত ফিচারটি সম্পর্কে ইউটিউবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঠিক কবে নাগাদ নতুন ফিচারটি চালু হবে সেটি এখনও অজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *