নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে সপ্তাহে ৪ দিন কাজ করার বিধান চালুর চিন্তাভাবনা

নিউজ ডেস্কঃ নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৪ দিন কাজ করার বিধান চালুর চিন্তাভাবনা হচ্ছে। এটি কার্যকর হলে সপ্তাহের ৫ দিনে ৪০ ঘন্টা কাজের পরিবর্তে ৪ দিনে ৩২ ঘন্টা কাজ করতে হবে।

এতে এমপ্লয়িরা ৩২ ঘন্টা কাজ করে পুরো সপ্তাহেরই বেতন পাবেন।

ফেডারেল ও স্থানীয় সরকারগুলো এ ধরনের উদ্যোগের ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে। ৫ দিনের পরিবর্তে ৪ দিন কাজ করলে কর্মশক্তির প্রভাব ইতিবাচক হয়।

চূড়ান্ত ফলাফলে কর্মচারি ও প্রতিষ্ঠান উভয়েই লাভবান হয় বলে গবেষণায় পাওয়া গেছে। ইতিমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় সপ্তাহে ৪ দিন কাজ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে পরীক্ষামূলকভাবে তা চালুর প্রস্তাবও এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *