টেন্ডুলকার এখনো গাভাস্কারকে নিজের নায়ক হিসেবে মানেন

তিনি লিখেছেন, ‘৫০ বছর আগে এই দিনটিতে, ঝড়ের মতো বিশ্ব ক্রিকেটে তার আবির্ভাব ঘটেছিল। অভিষেকের সিরিজেই তিনি ৭৭৪ রান করেছিলেন এবং আমাদের মতো উদীয়মান ক্রিকেটারদের সবার কাছেই তিনি ছিলেন একজন নায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ সিরিজ জিতেছিল ভারত, তারপর ইংল্যান্ডে। আর তখন থেকেই ভারতের ক্রিকেটে এক নতুন উপাখ্যানের জন্ম হতে শুরু করেছিল।’

তিনি আরও বলেন, একজন ছোট ছেলে হিসেবে, আমি জানতাম আমার একজনকে অনুসরণ করতে হবে এবং তার মতো হবার চেষ্টা করতে হবে। এটি কখনও বদলায়নি। তিনি এখনো আমার নায়ক হিসাবেই রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণে ৫০ বছরের শুভেচ্ছা, গাভাস্কারকে। ১৯৭১ সালের দলের প্রত্যেক সদস্যকেই ৫০তম বার্ষিকীর শুভেচ্ছা। আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন এবং আমাদের আলো দেখিয়েছেন।’

ভারতের হয়ে ১২৫ টেস্টে ১০১২২ রান এবং ১০৮টি ওয়ানডেতে ৩০৯২ রান করেছেন ৭১ বছর বয়সী গাভাস্কার। টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরি করেছেন গাভাস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *