সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক:কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভালোবাসায় সিক্ত এএসপি নজরুল

নিউজ ডেস্কঃসিলেট জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মো. নজরুল ইসলাম পিপিএম-কে বিদায় সংবর্ধনা প্রদান করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের ভালোবাসায় সিক্ত নজরুল ইসলাম সিলেটে কর্মরত থাকাকালীন সময়ে সকলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। সবার উদ্যেশ্য দেশকে এগিয়ে নেওয়ার। তিনি সিলেটের ডিআইজি ও পুলিশ সুপারের প্রশংসা করে বলেন, তাদের মত ডায়নানিক অফিসার যে জায়গায় থাকবেন সে জায়গার চেহারা বদলে যাবে।

বুধবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে দৈনিক জাগ্রত সিলেটের বার্তা কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান। সাধারণ সম্পাদক শের তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার মুকিত রহমানী।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের দিনরাত’র সম্পাদক মো. মুজিবুর রহমান ডালিম, দৈনিক জাগ্রত সিলেট’র সম্পাদক শেখ মোর্শেদ, নির্বাহী সম্পাদক এম.এ রহিম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আমাদের সময়’র সিলেট প্রতিনিধি নুরুল হক শিপু, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার মো. শামীম আহমদ, তেতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফারুক মিয়া, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি তাজ উদ্দিন এপলু। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওবাইদুল ইসলাম, সহ সভাপতি জাকির হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ ফয়েজ আহমদ, কার্যকরী সদস্য নোমান আহমদ, দৈনিক জাগ্রত সিলেটের স্টাফ রিপোর্টার নিউটি সরকার, দৈনিক সিলেটের জমিন’র ফটো সাংবাদিক শহিদুল ইসলাম সবুজ, ইমন আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *