গাড়ি উৎপাদনে বড় ধস যুক্তরাজ্য

করোনায় ডাকা লকডাউনে বন্ধ ছিলো মোটরগাড়ি উৎপাদন প্রতিষ্ঠান। চাহিদায় ছিলো ব্যাপক মন্দা। ফলে এক দশক পর গাড়ি উৎপাদনে বড় ধস দেখলো যুক্তরাজ্য। এসব তথ্য জানিয়েছে দেশটির মোটর নির্মাতাশিল্প সংস্থা (এসএমএমটি)। রয়টার্স

সংস্থাটি জানায়, গেলো বছরের এপ্রিলে যেখানে মোটরগাড়ি উৎপাদন হয় ৭১ হাজার একক, এবার এপ্রিলে সেখানে উৎপাদন হয় মাত্র ১৯৭ একক। যার ফলে এক প্রান্তিকে আগের তুলনায় বড় ধস হয়েছে উৎপাদনে।

এসএমএমটির প্রধান নির্বাহী মাইক হাওয়েস বলেন, করোনা মহামারীতে ধসে যাওয়া শিল্পখাত উদ্ধারে আামাদের সঙ্গে সরকারকে কাজ করা দরকার। বিনিয়োগে প্রণোদনা ও কর্মীদের চাকরির নিরাপত্তার ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সংস্থাটির পূর্ভাবাসে বলা হয়, বার্ষিক উৎপাদন নেমে যেতে পারে ৮ লাখ ৭০ হাজার এককে। যা বিগত ১১ বছরে সর্বনিম্ন। এর আগে ২০০৯ সালে গাড়ি উৎপাদন হয় ৯ লাখ ৯৯ হাজার ৪৬০ একক।

দেশটির জাতীয় বাজেটের পূর্ভাবাসে বলা হয়, তিন দশকে চরম মহামন্দায় পড়তে পারে ব্রিটেনের অর্থনীতি। ধসে যেতে পারে ১৩ শতাংশ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি হারাতে পারে প্রায় ২ মিলিয়ন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *