করোনায় আক্রান্ত বরিস জনসন হাসপাতালে ভর্তি

 

করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কার্যালয় ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এমনটি বলা হয়।

 

এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, শরীরের তাপমাত্রা বেশি এবং করোনার উপসর্গগুলো বিদ্যমান থাকায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ডাক্তারের পরামর্শ মেনে সতর্কতাবশত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান যুক্তরাজ্য সরকারের ওই মুখপাত্র ।

 

গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

 

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬জন। মারা গেছেন ৪ হাজার ৯৩৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *