মুজিববর্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোর ‘ডিজিটাল কনস্যুলার সেবা’ শুরু

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিজিটাল কনস্যুলার সেবা চালু করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ ডিজিটাল সেবা চালু করা হয়।

 

এ ডিজিটাল কনস্যুলার সেবা অন্টারিও, সাসকাচুয়ান, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং ম্যানিটোবায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে www.bdcgtoronto.ca  তে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও ডাকযোগে দ্রুত সময়ের মধ্যে সেবা নিতে পারবেন। অনলাইন আবেদন থেকে শুরু করে সেবা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতে আবেদনকারীরা প্রতিটি পর্যায়ে স্বয়ংক্রিয় ই-মেইল বার্তার মাধ্যমে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

 

এছাড়াও শারীরিক উপস্থিতি প্রয়োজন এমন কয়েকটি কনস্যুলার সেবা যেমন জীবিত থাকার সনদ, জরুরি ট্রাভেল পারমিট ব্যতীত অন্যান্য সেবা পেতে আবেদনকারীদের কনস্যুলেট অফিসে আসতে হবে না। উল্লেখ্য, বিদেশস্থ এই প্রথম কোন বাংলাদেশ মিশনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিজিটাল কনস্যুলার সেবা চালু করা হলো।

 

টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের সময় কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এ ডিজিটাল সেবা পরীক্ষামূলকভাবে চালু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *