খোকার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বিকালে

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক অবিভক্ত ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির সহ দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

মাহফিলে মরহুম খোকার আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষে তার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অনুরোধ জানিয়েছেন।

 

দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর গত ৪ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সেখানকার একটি হাসপাতালে মারা যান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

 

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার দল সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

 

এরপর তিনি সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খোকা ২০১১ সালের ২৯ নভেম্বর পর্যন্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন।

 

কিডনি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের মে মাসে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে গত সাড়ে পাঁচ বছর ধরে থাকছিলেন নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্ট এলাকার একটি ভাড়া বাসায়। সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসমত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *