‘বাংলাদেশ’ বানান ভুল, ধরিয়ে দিলেন ইমরুল

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে খেলেছেন ইমরুল কায়েস। ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে টেস্টের পর থেকেই জাতীয় দলে আর সুযোগ পাননি বাঁহাতি ব্যাটার। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই নিজেকে আবার প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন তিনি।

এর বাইরে বিভিন্ন চ্যারিটি টুর্নামেন্টেও অংশ নিতে দেখা যায় ইমরুলকে। এমনি এক টুর্নামেন্টে অংশ নিতে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট শেষে হংকং হয়ে দেশে ফেরার সময় আগমনী কার্ডে বড় এক ভুল পেয়েছেন তিনি। আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি ব্যাটার। ইংরেজিতে Bangladesh এর পরিবর্তে ‘Bnagladesh’ লেখা হয়েছে।

সামাজিক মাধ্যমে বাংলাদেশ বানান ভুল নিয়ে একটা পোস্ট শেয়ার করেছেন ইমরুল। তিনি লিখেছেন, ‘মানুষ মাত্রই ভুল করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু ভুল থাকে, যেগুলো খুব সহজে মেনে নেওয়াটা খুবই কঠিন। গতকাল আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম, আমি বাংলাদেশের এরাইবাল কার্ডে দেখলাম যে বাংলাদেশের নামটি স্পেলিংয়ে এই মিসটেক করা হয়েছে।’

আগমনী কার্ডে বানান ভুল থাকায় বিব্রতকর অবস্থায় পড়েছিলেন বলে জানিয়েছেন ইমরুল। তিনি লিখেছেন, ‘আসলে এটা দেখার পরে আমার কিছু বিদেশি বন্ধু ছিল একই ফ্লাইটে, ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায়, এরপর আমাকে বলে যে তোমাদের দেশে কী হয়। এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল, বাট আমি ওদের কোনো রকম বুঝিয়েছি যে এটা প্রিন্টিং মিসটেক হতে পারে।’

দায়িত্বে থাকা ব্যক্তিদের এ বিষয় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ইমরুল। বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমার প্রশ্ন হলো, যাঁরা এই দায়িত্বে আছেন বা অথরিটিতে আছেন, তাঁরা কী একটিবারের জন্য এটা দেখেন নাই? এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয় এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা নিয়ে সবার চিন্তার একটা বিষয়…।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *