উ. কোরিয়াকে জবাব দিতে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে সোমবার (৬ জুন) আটটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সিউলের সামরিক বাহিনী সূত্রে এ কথা জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রধান জানান, ইস্ট সাগর লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) নিক্ষেপ করা হয়। ইস্ট সাগর জাপান সাগর নামেও পরিচিত।

এদিকে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পর উত্তরকোরিয়াও রবিবার স্বল্প পাল্লার আটটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

সিউলের সেনা সূত্রে আরও বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার একের পর এক উস্কানিমূলক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে এবং একইসঙ্গে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বাড়ানোর মতো কর্মকান্ড বন্ধের তীব্র আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও উত্তর কোরিয়া চলতি বছর তার অস্ত্র কর্মসূচি দ্বিগুণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *