আবরার হত্যার বিচার চায় পিডিআই কানাডা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা’।

 

শুক্রবার কানাডা থেকে সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান এর যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎরঞ্জন দে।

 

হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সাধারণ ছাত্রদের গড়ে তোলা আন্দোলনের প্রতি তারা একাত্মতা ঘোষণা করেন ও দ্রুত বিচার দাবি করেন। একইসঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের জন্য শোক ও সমবেদনা জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নীতি-নৈতিকতাবিহীন ভোগবাদী রাজনীতিচর্চার কারণে তরুণ সমাজের মধ্যে অর্থলোলুপতাসহ নানা ধরণের বিভ্রান্তির জন্ম নেয় ও তারা সমাজবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়। এ জাতীয় হত্যাকাণ্ড সেসবেরই বহিঃপ্রকাশ।’

 

‘এই সমস্ত ঘটনার জন্য ছাত্র-রাজনীতি দায়ী নয়, দায়ী রাজনীতির দুর্বৃত্তায়ন ও গডফাদারদের অসুস্থ রাজনীতি-চর্চা। মুক্তিযুদ্ধের প্রকৃত মূল্যবোধসহ সুস্থ গণতান্ত্রিক রাজনীতিচর্চা-ই একমাত্র এসবের সমাধান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *