আরব সাগরে ভারত-রাশিয়ার নৌমহড়া 

নিউজ ডেস্কঃ আরব সাগরে ভারত ও রাশিয়ার নৌবাহিনী নৌ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস কোচি এবং রাশিয়ান ফেডারেশন নৌবাহিনীর ডেস্ট্রয়ার অ্যাডমিরাল ট্রিবিউটস অংশ নেয় এই নৌ মহড়ায়।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এক প্রতিবেদনে জানায়, ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “এই মহড়াটি দুই নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা প্রদর্শন করেছে এবং এতে কৌশলগত কৌশল, ক্রস-ডেক হেলিকপ্টার অপারেশন এবং নৌযান কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।”

যেকোনো দুর্যোগ বা যুদ্ধের সময় যাতে অংশগ্রহণকারী দুটি নৌবাহিনী সুষ্ঠুভাবে সমন্বয় ও যোগাযোগ করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য একটি পাসিং অনুশীলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *