সমুদ্রতলের বাসিন্দা ৬ কোটি

নিউজ ডেস্কঃ জার্মান আইসব্রেকার জাহাজ আর ভি পোলারস্টার্ন নিয়ে আন্টার্কটিকায় ঘুরে বেরিয়েছেন আলফ্রেড ওয়াগনর ইনস্টিটিউটের গবেষকেরা। আর বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করেছেন কমপক্ষে ৬ কোটি আইসফিশের এক বিশাল দেশ। মাছ নিয়েই গবেষণা করেছেন তারা। তাদের ক্যামেরাতেই ধরা পড়েছে তাদেরই জাহাজের নীচে আইসফিশের কোটি কোটি বাসার এই অদ্ভূত দৃশ্য।

আইসফিশ বা বরফ-মাছের ৬ কোটি বাসার হদিশ মিলেছে আন্টার্কটিকার ওয়েডেল সাগরের তলদেশে! এত বিপুল সংখ্যক মাছ ও তাদের বাসা দেখে বিস্মিত গবেষকরা। তারা বলছেন, এ হল মাছেদের দুনিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র!

জাহাজের নীচে লাগানো থাকে ক্যামেরা। সেই ক্যামেরার ফিড স্ক্রিনে দেখা যায়। দুই গবেষক দেখতে পান, ১৯ ইঞ্চির দূরত্বে বাসা বেঁধে বরফ-মাছেরা। ২৪০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে মাছের এই ঘরবাড়ি। সাধারণত দল বেঁধে থাকে আইসফিশ। তাদের পর্যবেক্ষণ, আন্টার্কটিকার ওই জায়গায় ৬ কোটি বাসা রয়েছে। একসঙ্গে অন্তত ১৭০০ ডিম পাড়ে আইসফিশ।

এলাকা ছাড়ার আগে সমুদ্রের তলদেশে দু’টি ক্যামেরা রেখে গিয়েছেন গবেষকরা। ওই ক্যামেরায় আইসফিশের চলাফেরা ধরা পড়বে। জার্মানিতে বসে লাইভ দেখতে পাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *