প্যারিসে ছুরি হামলায় চার পুলিশ নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দফতরে ছুরি নিয়ে হামলা চালিয়ে চার কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

 

পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে প্যারিসের কেন্দ্রস্থলে নটর-দাম ক্যাথেড্রালের কাছে এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা।

 

ঘটনার পর পুলিশ সদর দফতরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

 

নিরাপত্তার কারণে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। হামলাকারী পুলিশ সদর দফতরের কর্মী বলে পুলিশ কর্মকর্তারা ধারণা করলেও তাৎক্ষণিকভাবে কেউ তা নিশ্চিত করেনি।

 

দীর্ঘ সময় কাজ, কম মজুরি ও আত্মহত্যার ঘটনা বাড়তে থাকার প্রতিবাদে ফ্রান্সজুড়ে পুলিশ কর্মকর্তারা ধর্মঘট শুরুর একদিন পরই এ হামলার ঘটনা ঘটল। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *