চীনে তৈরি ৭০ হাজার গাড়ি বিক্রি করলো টেসলা

নিউজ ডেস্কঃ গত ডিসেম্বরে চীনে তৈরি ৭০ হাজার ৮৪৭টি গাড়ি বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক গাড়ি প্রস্ততকারক প্রতিষ্ঠান টেসলা। ২০১৯ সালে সাংহাইতে গাড়ি তৈরি শুরু করার পর মাসিক বিক্রিতে এটিই সর্বোচ্চ। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

চীনে টেসলার ডিসেম্বর মাসের বিক্রির তালিকায় রফতানি হওয়া ২৪৫টি গাড়িও রয়েছে। এছাড়া ডিসেম্বরে মোট বিক্রির পরিমাণ ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় প্রায় তিনগুণ এবং গত নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি।

সিপিসিএ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রয়টার্সের হিসাব মতে, ২০২১ সালে কমপক্ষে চীনের তৈরি চার লাখ ৭৩ হাজার ৭৮টি গাড়ি বিক্রি হয়েছে। ফলে বিশ্বব্যাপী টেসলা যে পরিমাণ গাড়ি বিক্রি করেছে তার প্রায় অর্ধেকই বিক্রি হয়েছে চীনে। ২০২১ সালে টেসলা বিশ্বব্যাপী প্রায় নয় লাখ ৩৬ হাজার গাড়ি বিক্রি করেছে বলে জানিয়েছে রয়টার্স।

চীনের ইলেকট্রিক গাড়ির মার্কেটে মূলত বিওয়াইডি এবং উউলিং এর মতো স্থানীয় কোম্পানিগুলোই আধিপত্য বিস্তার করে। বিওয়াইডি এবং উউলিং অবশ্য জেনারেল মোটরসের অংশ। টেসলাই একমাত্র বিদেশি কোম্পানি যেটি শীর্ষ ১০ এ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *