উসকানি দিয়ে আমাদের ধৈর্য পরীক্ষা নেয়া উচিত নয়: গ্রিসকে তুরস্ক

নিউজ ডেস্কঃ উসকানি দিয়ে তুরস্কের ধৈর্য পরীক্ষা না নেওয়ার জন্য গ্রিসকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর। এ সময় এজিয়ানে আঞ্চলিক জলসীমা বাড়ানোর হুমকি দেন তিনি। বার্তা সংস্থা এপি গতকাল রোববার এক প্রতিবেদনে এ  তথ্য জানিয়েছে।

রাজধানী আংকারায় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তুরস্ক ন্যাটোর সদস্য গ্রিসসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঝামেলা মেটাতে ইচ্ছুক।  এজিয়ানকে তারা ‘বন্ধুত্বের সমুদ্রে’  রূপান্তর করতে চায়। কিন্তু তুরস্ক সংলগ্ন একটি দ্বীপকে সামরিকীকরণ করাসহ এথেন্স বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ড করে আসছে বলে অভিযোগ করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, তাদের (গ্রিস) ভুল বোঝা উচিত হবে না। এবং তাদের বোঝা উচিত এখনই উপযুক্ত সময় আঞ্চলিক জলসীমা ১২ মাইল বাড়ানোর।  আমাদের পরীক্ষা করা এবং এ ধরনের দুঃসাহসিক কাজ করা তাদের উচিত হবে না। আমি আশা করব তারা এই ভুল করবে না।

প্রসঙ্গত, এজিয়ানে আঞ্চলিক জলসীমা এবং পূর্ব ভূমধ্যসাগরে খনিজ অনুসন্ধানে অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ চলে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *