‘পরগাছা মুক্ত’ আওয়ামী লীগ চান ওবায়দুল কাদের

দুর্নীতিবাজ ও পরগাছা হটিয়ে দলের ক্লিন ইমেজ গড়তে শুদ্ধি অভিযানে পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যাণলয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সম্মেলনকে সামনে রেখে পার্টির ক্লিন ইমেজ গড়ে তুলতে হবে। ক্লিন ইমেজ করতে হলে আমাদেরকে পরগাছা মুক্ত আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। সেটাই শেখ হাসিনার স্বপ্নের আওয়ামী লীগ। সেটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘আজকে দু:সময়ের কর্মীরা আওয়ামী লীগে কোনঠাসা হবে, সে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, সে আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ নয়। দু:সময়ের নেতাকর্মীরা কোনঠাসা হয়ে যাবে, সেটা আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের আদর্শ সেখানে নেই। আমি তাই আপনাদের আহ্বান জানাবো, আওয়ামী লীগকে বিশুদ্ধ করুন, আওয়ামী লীগ থেকে দুষিত রক্ত বের করে দিন। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করুন। সেটাই আজকের সময়ের আহ্বান, সেটাই শেখ হাসিনার আহ্বান। সেটাই আমাদের নেত্রীর চাওয়া।’

তিনি বলেন ‘আওয়ামী লীগের দুর্নীতিবাজ, লুটেরা, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বর্জন করুন। যারা বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে, শেখ হাসিনার ছবি ব্যবহার করে, অপকর্ম করবে, দুর্নীতি করবে, লুটপাট করবে, ভুমি দখল করবে তারা আওয়ামী লীগের লোক হতে পারে না। আমাদের লোকের অভাব নেই, খারাপ লোকের দরকার নেই। ভালো লোকদের জন্য দরজা খুলে দিন। ভালো লোকদের জন্য শেখ হাসিনা দরজা খুলে দিয়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে বিএনপি নেতারা বলছেন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকার গঠনের দাবি তুলেছেন। আগে বলতেন, অনুমতি মিলে না, এখন অনুমতি পেয়েই ক্ষমতার রঙিন খোয়াব দেখছেন। ক্ষমতার রঙিন খোয়ার অচিরেই কর্পুরের মত উবে যাবে। আওয়ামী লীগকে চেনেন না। অন্দোলন কত প্রকার ও কি কি, আওয়ামী লীগ অতীতে হাঁড়ে হাঁড়ে বুঝিয়ে দিয়েছে। আন্দোলন রাজনৈতিক ভাবে করলে রাজনীতি দিয়েই মোকাবেলা করবো। আর সহিংসতা করলে, সহিংসতার কোন উপাদান যুক্ত করবেন, উদ্ভুত পরিস্থিতিতে সমোচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। তাই রঙিন খোয়াব দেখে লাভ নেই।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *