সময়ের সঙ্গে পাল্লা দিন: ওমিক্রন নিয়ে ইইউ প্রধান

নিউজ ডেস্কঃ ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আরও ভালোভাবে বুঝতে এবং এটি মোকাবিলায় প্রয়োজন পড়লে টিকার ধরণে বদল আনতে পুরো বিশ্বকে সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে। রবিবার লাটভিয়ার রাজধানী রিগা সফরের সময় এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘এই ওমিক্রন ধরন্টির অভিযোজন চরিত্র সম্পর্কে জানতে পেতে বিজ্ঞানী এবং (ভ্যাকসিন) উৎপাদকদের দুই থেকে তিন সপ্তাহ সময় প্রয়োজন।’

এসময় মানুষকে টিকা নিতে, মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান ইইউ প্রধান।

নতুন এবং মারাত্মক পরিবর্তিত এই করোনার ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে সীমান্ত, নতুন করে আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। গত প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারি নিয়ে নতুন শঙ্কা ছড়াচ্ছে এই ধরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *