newsup
নভেম্বর ২৬, ২০২১
সাহিত্য-শিল্প-সংস্কৃতি ডেস্কঃ
করোনার কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও সৃজনের স্পন্দন জেগেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় মিলনায়তনের নাট্যমঞ্চে। গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সেখানে লেগেছিল প্রাণের ছোঁয়া। নাট্যমঞ্চে এ সময় অনুষ্ঠিত হয় ‘বিনন্দের কিচ্ছা’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ ও টিএস এলিয়টের ‘দ্য ওয়েস্ট ল্যান্ডে’র শতবর্ষপূর্তি উপলক্ষে পালা করে আবৃত্তি করা হয় এ কবিতা দুটি।
প্রায় শতবর্ষ পরে অন্ধকার মিলনায়তনে কাজী নজরুলের ‘বিদ্রোহী’ এবং টিএস এলিয়টের ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ কবিতা দুটি শুনতে আসা নীরব দর্শকরা কালের এক অনন্য ক্ষণের সাক্ষী হয় রইলেন। মঞ্চে আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে শতবর্ষ পরেও বিদ্রোহী ভঙ্গিতে নজরুলের স্বরে আবৃত্তিকার বলে ওঠেন, ‘বল বীর-/ বল উন্নত মম শির!/ শির নেহারি’ আমারি নত-শির ওই শিখর হিমাদ্রীর!’ অন্যপাশে পালা করে আবৃত্তি করা হয় বিংশ শতাব্দীর অনন্য কবি টিএস এলিয়টের ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ কবিতা।
মঞ্চে কাজী নজরুল ইসলামের চরিত্র ও ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, নন্দিত আবৃত্তিশিল্পী “সৈয়দ সাইমুম আনজুম ইভান “, সিলেটের আবৃত্তিশিল্পী জ্যোতি এবং বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মুন্নি। অন্যদিকে, এলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড আবৃত্তি করেন চ্যারিটি ট্রাস্টির লেখক এবং সাবেক চ্যারিটি চিফ এক্সিকিউটিভ মাইক শেরিফ এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিরা মিজান চৌধুরী।
চোখ ফিল্ম সোসাইটির ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনের সিলেট অফিসের সহকারী হাইকমিশনার শ্রী নিরাজ কুমার জেইসাওয়াল, চোখ ফিল্মের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় এবং সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের আগে বেন স্টোকসকে অবসর থেকে ফেরাতে ইংল্যান্ড চেষ্টা চালিয়েছিল বটে, তবে সেটা জোরাজুরির পর্যায়ে ছিল না।
২০১৮ সালে প্রতিষ্ঠার পর ইন্টার মায়ামির ট্রফি জয়ের সম্ভাবনা কখনোই ৪১ শতাংশের ওপরে ওঠেনি। সেই মায়ামি এখন নিজেদের ইতিহাসের প্রথম
নিউজ ডেস্ক: নাটকীয় কিছু না ঘটলে লিওনেল মেসির ইউরোপীয় ফুটবল অধ্যায় শেষ। প্রায় দুই দশক বার্সেলোনা ও পিএসজিতে কাটিয়ে আর্জেন্টাইন
নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘দেশের মালিকানা হারিয়ে মানুষ এখন একশ্রেণির
নিউজ ডেস্কঃ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। তবে রোগী ভর্তির তুলনায় সুস্থতার হার বেশি হওয়াও হাসপাতালে চাপ কিছুটা
পুলিশের কাউন্টার টেররিজম অ্যাান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আরো একটি জঙ্গি আস্তানা পাওয়ার কথা জানিয়েছে৷ মৌলভীবাজারের কুলাউড়ায়
নিউজ ডেস্কঃ বাংলাদেশে জাতীয় পরিচপত্র কর্তপক্ষ জানিয়েছে সাইবার হামলার আশঙ্কায় প্রায় দুই দিন এনআইডি সার্ভার বন্ধ রাখা হয়েছিল। বুধবার দুপুর
হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধিঃ বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, ‘১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৩ আয়োজনে হসপিটালিটি পার্টনার