শব্দের দ্বিগুণ গতিতে উড়বে রাশিয়ার সুখোই-৭৫

নিউজ ডেস্কঃ পঞ্চম প্রজন্মের সুখোই-৭৫ চেকমেট যুদ্ধবিমানের প্রদর্শনী করেছে রাশিয়া। এটি দেশটির সর্বাধুনিক যুদ্ধবিমান। দুবাইতে এর প্রদর্শনী হয়েছে বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই বিমানের গতি এক দশমিক আট মাক। অর্থাৎ শব্দের প্রায় দ্বিগুণ গতিতে উড়তে পারবে সুখোই-৭৫। একবার জ্বালানি নেওয়ার পর রিফুয়েলিং ছাড়াই দুই হাজার ৮০০ থেকে তিন হাজার কিলোমিটার পাড়ি দিতে পারবে বিমানটি।

একসঙ্গে পাঁচটি এয়ার টু এয়ার মিসাইল বহন করবে এই ভয়ঙ্কর যুদ্ধবিমান। ২০২৩ সালে পরীক্ষামূলক উড্ডয়ন করবে সুখোই-৭৫। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সাল থেকে এই বিমানের উৎপাদন শুরু করবে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *