সা¤প্রদায়িক হামলা রুখে দেয়ার দাবিতে গুএলফ শহরের জাগ্রত নারী-পূরুষ-শিশুরা পোষ্টার বহন করে হাতে হাত মিলিয়ে নীরব প্রতিবাদে মুখরিত হয়েছেন। তাদের প্রতিবাদের ভাষার সাথে একাত্মতা প্রকাশ করেছে কানাডার মূলধারার অনেকেই।
মানববন্ধনের অন্যতম উদ্যোক্তা সমাজকর্মী শিবব্রত নদী দুলাল বলেন, “আজকের সা¤প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ছোট ছোট প্রতিবাদ একদিন অর্থবহ প্রতিরোধে রুপ নেবে।” বিশিষ্ট সমাজ কর্মী রেজাউল কবির বাদল, অধ্যাপক অনিমেষ দত্ত, শিল্পি চিত্রা সরকার, ডঃ জহিরুল ইসলাম, জগ্লুল সাইদ, বিশ্বজিত সরকার, পরিতোষ পালসহ সবাই মনে করছেন “বাঙালির ঐতিহ্যগত পরমত সহিষ্ণুতার গৌরব রক্ষার সামর্থ বাঙালির আছে।”
গুএলফ সিটি হলের সামনের অর্ধ শতাধিক বাংলাদেশীরা দৃঢ়ভাবে দুস্কৃতিকারীদের বিচারের দাবী তুলেছেন। প্রেস বিজ্ঞপ্তি