বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী শক্তির বিরুদ্ধে সচেতন সমাজের জেগে উঠার আহবানে এই মানববন্ধনে বক্তৃতা রাখেন মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, সৈয়দ আব্দুল গফফার, রাজকুমার বিশ্বাস, শিবু চৌধুরী, নবিউল হক বাচ্চু, অনোয়ারুল আজিম, এনায়ত করিম বাবুল এবং মনিস রফিক। বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে শারদীয় উৎসবে মন্দির ভাংচুর এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘর জ্বলানো ও লুট করার সাথে যারা জড়িত তাদেরকে কঠোর শাস্তি দেবার সাথে সাথে ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। সেই সাথে এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তাঁর জন্য পদক্ষেপ গ্রহণ করা এবং সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে রাষ্ট্রধর্মের বিলোপ সাধন করা।