newsup

অক্টোবর ২৪, ২০২১

টরোন্টোতে ২৫০ বছরের প্রাচীন ওক গাছসহ বাড়িটি বিক্রির নির্দেশ আদালতের

টরোন্টোতে ২৫০ বছরের প্রাচীন ওক গাছসহ বাড়িটি বিক্রির নির্দেশ আদালতের
নিউজ ডেস্কঃ টরন্টোতে ২৫০ বছরের পুরানো একটি ওক গাছসহ সম্পত্তি সিটি করপোরেশনের কাছে বিক্রির পক্ষে রায় দিয়েছেন অন্টারিওর একটি আদালত। ২০১৯ সালের ডিসেম্বরে নর্থ ইয়র্ক এলাকার ওই সম্পত্তিটি সিটি অব টরন্টোর কাছে বিক্রির জন্য প্রাথমিক চুক্তি করেন এর মালিক আলি সিমাগা। কিন্তু প্রাচীন গাছটি সংরক্ষণ ও প্রদর্শন নিয়ে জটিলতা দেখা দেয়ায় এবং পরবর্তীতে করোনা মহামারির জন্য সম্পত্তিটি বিক্রির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে বাড়িটির মূল্য আগের চাইতে বৃদ্ধি পাওয়ায় মালিক তা অন্যত্র বিক্রির চেষ্টা শুরু করেন। সিটি অব টরন্টো কর্তৃপক্ষ এতে বাঁধা দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অন্টারিওর সুপ্রিম কোর্টের বিচারক সুসান ভেলা গত বৃহস্পতিবার এক আদেশে বাড়িটি আগের মূল্যেই সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে বিক্রির আদেশ দেন। আদালতে সম্পত্তির মালিক আলি সিমাগার পক্ষের আইনজীবী বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে ৭ লাখ ৮০ হাজার ডলারে সম্পত্তিটি বিক্রির কথা হয়েছিল। কিন্তু প্রাথমিক চুক্তি অনুযায়ী সিটি কর্তৃপক্ষ ২% মূল্য পরিশোধ করেনি। এখন সম্পত্তিটির মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। তাই মালিকের পক্ষে আগের চুক্তি থেকে সরে আসায় কোনো বাঁধা নেই। অন্যদিকে সিটি কর্তৃপক্ষের আইনজীবী জানান, ওক গাছটি নিয়ে মত বিরোধ এবং করোনা মহামারির জন্য তারা সে সময় চুক্তির টাকা পরিশোধ করতে সক্ষম হননি। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে বর্তমানে মূল্যবৃদ্ধি সত্বেও আগের দামেই বাড়িটি বিক্রির নির্দেশ দেন এবং প্রাচীন গাছটি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করার জন্য আদেশ দেন। আদালত তার রায়ে বলেন, এক্ষেত্রে ‘বিশেষ পরিস্থিতির’ কারণে বিক্রেতা চুক্তি বাতিলের অধিকার হারিয়েছেন। ২৫০ বছরের পুরাতন ওক গাছটি সম্পর্কে স্থানীয় অধিবাসী এডিম জিওরগি বলেন, ‘গাছটি প্রায় ২৪ মিটার উঁচু এবং ৫ মিটার এলাকাজুড়ে এর শাখা-প্রশাখা ছড়ানো। যে কেউ প্রথম বার গাছটি দেখে অবাক হবে’। প্রসঙ্গত, আলি সিমাগা ২০১৫ সালে ৫ লাখ ২০ হাজার ডলারে নর্থ ইয়র্ক হাউসটি ক্রয় করেছিলেন। বর্তমানে এটির দাম প্রায় ১২ লাখ ডলার হবে বলে অনুমান করা হচ্ছে। আদালতের নির্দেশ শুনে সিমাগার মন্তব্য পাওয়া যায়নি। তবে তার এক বন্ধু সাবি আহসান বলেছেন, ‘রায়ে স্বভাবতই সিমাগা খুবই হতাশ। তিনি উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন।’
সূত্র : সিবিসি

সর্বশেষ সংবাদ

অবসর ভেঙে স্টোকস ফিরেছেন ‘নিজের চাওয়াতেই’

অবসর ভেঙে স্টোকস ফিরেছেন ‘নিজের চাওয়াতেই’

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের আগে বেন স্টোকসকে অবসর থেকে ফেরাতে ইংল্যান্ড চেষ্টা চালিয়েছিল বটে, তবে সেটা জোরাজুরির পর্যায়ে ছিল না।

মেসিদের ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

মেসিদের ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

২০১৮ সালে প্রতিষ্ঠার পর ইন্টার মায়ামির ট্রফি জয়ের সম্ভাবনা কখনোই ৪১ শতাংশের ওপরে ওঠেনি। সেই মায়ামি এখন নিজেদের ইতিহাসের প্রথম

উয়েফার বর্ষসেরার দৌড়ে আছেন মেসিও

উয়েফার বর্ষসেরার দৌড়ে আছেন মেসিও

নিউজ ডেস্ক: নাটকীয় কিছু না ঘটলে লিওনেল মেসির ইউরোপীয় ফুটবল অধ্যায় শেষ। প্রায় দুই দশক বার্সেলোনা ও পিএসজিতে কাটিয়ে আর্জেন্টাইন

এভাবে চলতে থাকলে ক্রীতদাসের মতো থাকতে হবে: জি এম কাদের

এভাবে চলতে থাকলে ক্রীতদাসের মতো থাকতে হবে: জি এম কাদের

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘দেশের মালিকানা হারিয়ে মানুষ এখন একশ্রেণির

ডেঙ্গু রোগীর চাপ কমছে হাসপাতালগুলোতে

ডেঙ্গু রোগীর চাপ কমছে হাসপাতালগুলোতে

নিউজ ডেস্কঃ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। তবে রোগী ভর্তির তুলনায় সুস্থতার হার বেশি হওয়াও হাসপাতালে চাপ কিছুটা

কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তনার সন্ধান, গুলি ও বিস্ফোরক উদ্ধার

কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তনার সন্ধান, গুলি ও বিস্ফোরক উদ্ধার

পুলিশের কাউন্টার টেররিজম অ্যাান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আরো একটি জঙ্গি আস্তানা পাওয়ার কথা জানিয়েছে৷ মৌলভীবাজারের কুলাউড়ায়

জাতীয় পরিচয়পত্র সার্ভার দুই দিন বন্ধ রাখা হয়েছিল যে কারণে

জাতীয় পরিচয়পত্র সার্ভার দুই দিন বন্ধ রাখা হয়েছিল যে কারণে

নিউজ ডেস্কঃ বাংলাদেশে জাতীয় পরিচপত্র কর্তপক্ষ জানিয়েছে সাইবার হামলার আশঙ্কায় প্রায় দুই দিন এনআইডি সার্ভার বন্ধ রাখা হয়েছিল। বুধবার দুপুর

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধিঃ বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, ‘১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৩ আয়োজনে হসপিটালিটি পার্টনার