বন্দীদের মুক্তির দাবিতে লন্ডনে চীনা দূতাবাসের সামনে তিব্বতিয়ানদের বিক্ষোভ

নিউজ ডেস্কঃ

যুক্তরাজ্যের অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে তিব্বত ভিত্তিক কয়েকটি গোষ্ঠী। এসময় তারা চীনে বন্দী অবস্থায় থাকা তিব্বতিয়ানদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিক্ষোভে অংশ নিয়েছে লন্ডন ভিত্তিক ফ্রি তিব্বত, গ্লোবাল এলায়েন্স ফর তিব্বত এন্ড পার্সিকিউটেড মাইনোরিটিস (জিএটিপিএম)। তাদের সমর্থনে ছিলো তিব্বতিয়ান কমিউনিটি যুক্তরাজ্য ও আন্তর্কাতিক তিব্বত নেটওয়ার্ক।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা তিব্বতি জনগোষ্ঠীর ওপর চীনের চলমান নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় তারা দাবী করেছেন, চীনা প্রশাসন তিব্বতের মানুষ, ভাষা ও সংস্কৃতি হুমকিতে ফেলেছে। ধীরে ধীরে তারা তিব্বিতের ঐতিহ্য নষ্ট করে চীনা জাতীয়তাবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

১৯৪৯ সালে ক্ষমতায় আসার পরপরই তিব্বতে হানা দেয় চীনের ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি। তাদের পদক্ষেপে প্রায় ১২ লাখ তিব্বতিয়ানের মৃত্যু হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *