রাজশাহী বি বি’র পিকনিকঃ টরন্টোতে এক খণ্ড বাংলাদেশ!

তীব্র শীতের দেশ কানাডায় চমৎকার সামার (গ্রীষ্ম) ধীরে ধীরে শেষ হতে চলেছে। সবুজ পাতায় লাল-হলুদের পালা বদল শুরু হচ্ছে। সামারের মনোরম নানা আয়োজনও ফুরিয়ে আসছে। কমে আসছে আনন্দঘন উৎসব বনভোজনও। কানাডায় প্রতিটি জেলা ভিত্তিক সংগঠন ছাড়াও কলেজ-বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠনের পিকনিক হয়ে থাকে।

 

গতকাল রবিবার টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থস্থ ডজ রোডের টেলর ক্রিক পার্কে অনুষ্ঠিত হলো রাজশাহী বি বি এলামনাইয়ের জমজমাট পিকনিক। সকাল থেকে সারাদিন এই পিকনিকে প্রচুর লোকের সমাবেশ ঘটে।

 

ছুটির দিনে আনন্দঘন পরিবেশে আড্ডা, খাওয়া-দাওয়া, খেলাধুলায় মেতে উঠে অংশগ্রহণকারীরা। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীরা যোগ দেন।

 

অনুষ্ঠানের অন্যতম আয়োজক নয়ন হাফিজ জানান, এই বনোভোজনের মাধ্যমে আমরা প্রবাসে একখণ্ড মিনি বাংলাদেশ খুঁজে পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *