তাই বলে ২৩ গোল দিবে বায়ার্ন!

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তাদের শেষ প্রাক মৌসুম ম্যাচে ২৩-০ ব্যবধানে জয় পেয়েছে। গোল বন্যায় ভাসিয়েছে অ্যামেচার ক্লাব এফসি রোটাচ-ইগার্নকে। গেল বছর প্রাক-মৌসুমের ম্যাচে এই দলকেই ২০-২ গোলে হারিয়েছিল বায়ার্ন!

এমন জয়ে স্ট্রাইকার রবার্ত লেভানডোফস্কি হ্যাটট্রিক করেছেন। চারটি গোল করেছেন মিডফিল্ডার কোরেনটিন তোলিসো। সময়ের হিসেবে প্রতি চার মিনিটে একটি করে গোল করেছে বায়ার্ন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ওয়াসি ওকিয়েরেও হ্যাটট্রিক করেন। আর মিডফিল্ডার লিওন গোরেতকা ও থমাস মুলার ২টি করে গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্ন কোচ নিকো কোভাক ১০টি পরিবর্তন আনেন। অবশ্য তখনই ১১-০ গোলে এগিয়ে ছিল বাভারিয়ানরা।

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোতে বায়ার্নে যোগ দেওয়া লুকাস হার্নান্দেজ এই ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামেন।

জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে গেল শনিবার ফাইনালে ২-০ গোলে হার মেনেছিল বায়ার্ন। ১২ আগস্ট থেকে বাভারিয়ানরা তাদের জার্মান কাপ মিশন আবার শুরু করবে। আর ১৬ আগস্ট জার্মান বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে হার্থা বার্লিনের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *