সুনামগঞ্জে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আবৃত্তি কার্যক্রম উদযাপন

স্টাফ রিপোর্টঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির ওয়ার্কিং কমিটি-আবৃত্তির আয়োজনে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান জল জোছনার জেলা শহর সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়।
২০ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলার পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য সৈয়দ সাইমূম আনজুম ইভান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সুনামগঞ্জের সদস্যসচিব দেবদাস চৌধুরী, সনাক সুনামগঞ্জের সহ সভাপতি এড. খলিল রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী রুনা শাহীন আরা লেইস, এস এম আব্দুর রহমান, শেখ রবিউল ইসলাম, তৃণা চৌধুরী, আফরোজা আক্তার রূম্পা, দেবাশীষ তালুকদার, মেহেদী হাসান, নন্দিনী কর্মকার প্রাচী, সৈয়দ হোসেন।
অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে উর্বশী আবৃত্তি পরিষদ সিলেট ও মৃত্তিকায় মহাকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *