যুক্তরাষ্ট্রের নিউজারসির আটলান্টিক সিটিতে বরেণ্য শিক্ষাবিদ আব্দুল গনির ইন্তেকাল

যুক্তরাষ্ট্র সংবাদদাতাঃ     যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজার জেলার কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমদ এর পিতা মেজর অব. হাজী আব্দুল গনি ইন্তেকাল করেছেন । ইননা লিললাহি ওয়া ইননা ইলাইহি রাজেউন । গত ২৭ ফেব্রুয়ারি, শনিবার ভোরে স্থানীয় সময় রাত ৪ টা ৯ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি হাসপাতালে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঁচাততোর বছর। মৃত্যুর পূর্বে তিনি দীর্ঘদিন অসুস্হ অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই মেয়ে, পুত্রবধুর, জামাতা,নাতি- নাতনী, বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শিক্ষাবিদ আব্দুল গনির পৈতৃক নিবাস কুলাউড়া উপজেলার ব্রামমণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামে।তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি,রবিবার দুপুরে আটলান্টিক সিটির মসজিদ আল তাকওয়ায় জানাজা শেষে তাঁকে মারমোরা কবরস্থানে দাফন করা হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মরহুমের জানাজায় অংশ নেন। তাঁর দাফনের সময়ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্হিত ছিলেন।তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। মরহুমের পুত্র সোহেল আহমদ তাঁর পিতার মৃত্যুতে যাঁরা শোক ও সমবেদনা জানিয়েছেন, জানাজা ও দাফনের সময় যাঁরা উপস্হিত ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মিলেনিয়াম টিভি ইউএসএ প্রেসিডেনট নুর মোহাম্মদ তফাদার, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারমযান এম এম শাহীন, বৃটেনের বাংলা কাগজের চেয়ারপারসন আবুল কালাম আজাদ, কুলাউড়া এসোসিয়েশন অব ইউএসএর সিরাজ উদ্দীন আহমদ সোহাগ, প্রেস ক্লাব কুলাউড়ার সাবেক সভাপতি কয়ছর রশীদ, মৌলভীবাজার ডিসট্রিকট সোসাইটি অব ইউএসএ সাধারন সম্পাদক জাবেদ উদ্দিন, এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাবের সভাপতি ফারুক তালুকদার,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মাহফুজ আদনান, সাধারণ সম্পাদক আবু সাদেক রনি প্রমুখ শিক্ষাবিদ মো: আব্দুল গনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *