শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

নিউজ ডেস্কঃ কৃষিবিদগণের পক্ষে গবেষণায় যারা জড়িত তাদের তরফ থেকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং কৃষিতে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণীয় করে রাখার জন্য মুজিবশতবর্ষের স্মারক হিসেবে সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে ১০০টি নতুন কৃষি গবেষণা প্রযুক্তি সংবলিত একটি প্রকাশনা ‘এটলাস’ প্রকাশিত হয়েছে, যা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত থেকে বইটির মোড়ক উম্মোচন করেছেন। এটি কৃষি ক্ষেত্রে মুজিববর্ষে কৃষি বিজ্ঞানীদের একটি বড় অর্জন ও দেশের মানুষের জন্য একটি বড় উপহার। এভাবে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সব পর্যায়ের পেশাজীবী, স্বেচ্ছাসেবী, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন প্রত্যেকে তাদের নিজ সংগঠনের ক্যাপাসিটি মোতাবেক প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।

এমনি বিশেষ ধরনের কয়েকটি উদ্যোগের বিষয়ে আমরা সাম্প্রতিককালে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখেছি। তারমধ্যে একটি হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকায়। যা কি না শীতকালীন সবজি ও ফসলের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেখানকার স্থানীয় আব্দুল কাদের নামের এক জন বঙ্গবন্ধুর ভক্ত-অনুরক্ত তার নিজের জমিতে বিভিন্ন শীতকালীন শাকসবজি ও ফসল রোপণ/বপন করে সেখানে বঙ্গবন্ধুর একটি শস্য আবৃত প্রতিকৃতি আঁকার চেষ্টা করা হয়েছে এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে শাকসবজির চারা বৃদ্ধি পাচ্ছিল আর বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি অত্যন্ত সুন্দরভাবে দৃশ্যমান হচ্ছিল। সেখানে লালশাক, মুলা, সরিষা ইত্যাদি বিভিন্ন রঙের সবজি ফসল ব্যবহার করা হয়েছিল যাতে প্রাকৃতিকভাবেই বঙ্গবন্ধু প্রতিকৃতিটি রঙিন হয়ে ফুটে উঠেছে। আসলে হয়েছিলও তাই। সেটি এমন দৃষ্টিনন্দন ছবি ফুটে উঠেছিল তাতে পাখির দৃষ্টিতে ছবি তুলে এর সৌন্দর্য উপভোগ করেছেন সবাই। পাশাপাশি এমন একটি বিচিত্র ও অন্যরকম সুন্দর শিল্পকর্ম দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ভিড় হতে দেখা গেছে যা গণমাধ্যমে প্রকাশিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *