২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এ জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সিলেবাসের আলোকে ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া হবে।

 

বুধবার মাধ্যমিক পর্যায়ে ভর্তির বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এ জন্য তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে।

 

তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২/১ মাস পিছিয়ে যাবে।’

করোনাকালীন শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষার নেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দীপু মনি জানান, লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এলাকা ভিত্তিক কোটা বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *