নিউইয়র্কে প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ’র বনভোজন

নিউইয়র্ক : প্রবাস জীবনের সব ব্যস্ততাকে ছুঁড়ে ফেলে আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে হয়ে গেল প্রবাসের অন্যতম সংগঠন প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ ইনকের বনভোজন ও ঈদ পুনর্মিলনী। গত ১৫ জুলাই সোমবার প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি নিউইয়র্ক এফডিআর স্টেট পার্কে খোলা আকাশের নীচে মনোরম পরিবেশে বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নিউইয়র্ক সিটি থেকে ৮০ কিলোমিটার দুরে ভ্রমণে যায় এই প্রবাসী উল্লাপাড়াবাসী।

 

 

বনভোজন স্পটে পৌঁছে তাঁরা আনন্দে উদ্বেলিত হয়ে উল্লস প্রকাশ করেন আর নয়ন ভরে দেখে নেন প্রকৃতির বুকে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য্য। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বনভোজন কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: নাজমুল হোসাইন। এ পর্র্বে স্বাগত বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক মো: মতিউর রহমান, সদস্য সচিব মো: আবু আনছার সরকার মিঠু।

 

 

সংগঠনের সভাপতি তানজিল আহমেদ আরিফ ও সাধারণ সম্পাদক মো: রুবেল হাসান মুন্সীর পরিকল্পনায় বনভোজনের কার্যক্রম চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বনভোজনে প্রধান অতিথি ছিলেন সেবাকর্মে আদর্শে অনুপ্রাণিত নর্থবেঙ্গল ফাউন্ডেশনের চলমান প্রক্রিয়ার সহানুভবতার এক সোনালী অধ্যায়ের প্রতিক রাফেল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি আতোয়ারুল আলম, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি মো: ইরশাদুল হক রোকনী, সাবেক সভাপতি সাইফুল বারী সফি, জেবিবিএর সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান কামরুল, জেবিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবুল কাসেম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ লেবু। আকষর্ণীয় র‌্যাফেল ড্র প্রথম পুরস্কার ল্যাপটপের স্পন্সর করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, ২য় পুরস্কার ৫৫ ইঞ্চি টিভি জেবিবিএ, ৩য় পুরস্কার ফ্রীজ প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি। লেখাপড়া কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ার কারণে সংগঠনের পক্ষ থেকে শিক্ষামূলক এওয়ার্ড প্রদান করা হয় তাহমীদ আহমেদ ও তানজাম ইয়াসকে। সংগঠনের সাধারণ সম্পাদক মো: রুবেল হাসান মুন্সী ও সভাপতি তানজিল আহমেদ আরিফ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছে কিছু কবর স্থান কেনার সহযোগিতা চান। সবশেষে বনভোজনের প্রধান উপদেষ্টা মো: আব্দুল খালেক, সংগঠনের স্থায়ী পরিষদের পরিচালক আলহাজ্ব মো: আবু জাফর সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বনভোজন ও ঈদ পুনর্মিলনী ২০১৯ এর সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *