সুদের হার কমানোর ইঙ্গিত নিউইর্য়কের ফেডারেল রির্জাভ ব্যাংকের

 

নিউইর্য়কের ফেডারেল রির্জাভ ব্যাংক সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে। ধারনা করা হয়, জুলাইয়ের শেষ নাগাদ সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। ইনডিপিন্ডেট ১৭.০০

 

সুদের হার কমানের সিদ্ধান্ত কার্যকর হলে এটি হবে গত এক দশকের মধ্যে প্রথম সুদের হার কমানের যুগান্তকারী ঘটনা।

 

ফেডারেল রির্জাভ ব্যাংক ২০১৫সালের পর ৯ বার সুদের হার বাড়িয়েছে। এর মধ্য ৪ বার সুদের হার বেড়েছে পাওয়েলের নেতৃত্বে।

ফেডারেল রির্জাভ ব্যাংকের চেয়ারম্যান জেওম পাওয়েল এক বিবৃতিতে জানান, মার্কিন অর্থনীতির গতি ধরে রাখতে যথাযথ পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।

 

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প প্রবৃদ্ধির গতি বাড়ানোর আশায় ক্ষমতা গ্রহণের পর থেকেই বার বার সুদের হার কমাতে চাপ দিয়ে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *