নিউইয়র্কে ব্রুশ ফিশার বাংলা মেলায় শিল্পীদের জমকালো পরিবেশনায় মাতোয়ারা ছিলো উৎসবমুখর প্রবাসীরা

নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ব্রুশ ফিশার বাংলা পথমেলা। এটি ছিল বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ৬ষ্ট পথ মেলা। গত ৭ জুলাই রোববার চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল ব্রঙ্কসের পার্ডি স্টিট এলাকায় আয়োজিত এ পথমেলা। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এবং বাংলাদেশি আমেরিরান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় নেমে ছিল উৎসবমুখর প্রবাসীদের ঢল। একদিকে কেনা-কাটা, হৈ-হুল্লোড়, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন বরেণ্য শিল্পী রিজিয়া পারবিন, বাউল কালা মিয়া, শাহ মাহবুব, কৃষ্না তিথি, রানু নেওয়াজ, শারমিন তানিয়া সহ অন্যান্যরা। জনপ্রিয় শিল্পীদের গানে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় এই দিন দুপুরে বেলুন উড়িয়ে পথমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। এ সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সময়ের সাথে সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়।

মেলার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল এইচ খান, সহ সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার বাংলা টাউনের স্বত্বাধিকারী কাওছারুজ্জামান কয়েছ, বাংলাদেশী আমেরিরান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, সহ সভাপতি রফিকুল ইসলাম, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন,

কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রব মিয়া, কফিল চৌধুরী, হাসান আলী, মেলা কমিটির আহবায়ক মোহাম্মদ জে মোল্লা সানী, যুগ্ম আহবায়ক মঞ্জুর চৌধুরী জগলুল, সদস্য সচিব মোহাম্মদ সাদি মিন্টু, প্রধান সমন্বয়কারী মোশাহিদ চৌধুরী, কর্মকর্তা লোকমান হোসেন লুকু, কবি মাকসুদা আহমদ, জাকির আহমদ, শাহ বদরুজ্জামান রুহেল, কবি হাবিব ফয়েজী, সারওয়ার চৌধুরী, ফয়সাল আহমদ প্রমুখ।

দুপুরে শুরু হওয়া মেলা শেষ হয় সন্ধ্যা ৮ টায়। মেলায় স্থাপিত ইনস্যুরেন্স কোম্পানী, হোম কেয়ার সার্ভিস, শাড়ি-কাপড়, গহনা, খাবার সহ বিভিন্ন স্টলে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।

মেলা অনুষ্ঠানে বেশ কয়েকজনকে প্রক্লেমশন ও সাইটেশন প্রদান করা হয়।

মেলায় ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে মোহনা নামে চার রঙ্গা চমৎকার একটি স্মারক সংকলন প্রকাশিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী মেলায় আগত সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *