লকডাউনে নিয়ম বদল: শনিবার থেকে কী খুলছে আর কোনটা বন্ধ একনজরে

শুক্রবার মধ্যরাতে এক নির্দেশিকায় লকডাউনের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার থেকে সেই নিয়ম লাগু হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী, বেশ কিছু দোকান পাট খুলতে বলা হয়েছে, যদিও সেখানেই কিছু নিয়ম মানতে হবে।
এর ফলে লকডাউনের মধ্যেও স্বস্তি পাবেন অনেক ছোট ব্যবসায়ী। এছাড়া ২৪ এপ্রিল থেকে মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। তাই, সেক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হয়েছে।
দেখে নিন কী কী খুলছে শনিবার থেকে:
১. Shops and Establishment Act -এর আওতায় থাকা সব দোকানই খোলা যাবে। যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে বা মার্কেট কমপ্লেক্সে থাকা দোকানও খুলবে। তবে, পুর এলাকায় কোনও কমপ্লেক্সের দোকান খুলবে না
২. শহরাঞ্চলে শুধুমাত্র সিঙ্গল দোকান খুলবে।
৩. পাড়ার বাজারে বা জনবসতি এলাকার সব দোকান খুলবে।

৪. গ্রামাঞ্চলে বা মফস্বলে থাকা যেসব দোকান ওই আইনের আওতায় রয়েছে, সেগুলি সবই খুলবে।
৫. মার্কেট কমপ্লেক্সের বাইরে থাকা সেলুন খুলবে।
৬. জনবসতি এলাকায় কমপ্লেক্সের বাইরে থাকা দর্জির দোকান খুলবে।
৭. সব দোকানে কেবলমাত্র ৫০ শতাংশ কর্মী কাজ করবেন। প্রত্যেককে মাস্ক পরতে হবে ও সোশ্যাল ডিসট্যান্স মেনটেন করতে হবে।
৮. অতিপ্রয়োজনীয় জিনিস ছাড়াও অন্যান্য দোকান খোলা যাবে। তবে, সেগুলো সবই হতে হবে সিঙ্গল দোকান।
কী কী বন্ধ থাকছে:
১. শপিং মল ও সিনেমা হল বন্ধ থাকবে।
২. যে কমপ্লেক্সে অনেক দোকান আছে, সেসব খোলা যাবে না।
৩. পুর এলাকার বাইরে কোনও মলের দোকান খুলতে পারবে না।
৪. মলের মধ্যে থাকা বুটিক খুোলা যাবে না।
৫. বন্ধ থাকবে মদের দোকান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *