মিশিগানে শুরু হয়েছে পিপিপি ক্ষমাযোগ্য ঋণের দ্বিতীয় রাউন্ডের আবেদন

 

 

 

গত ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে পিপিপি ক্ষমাযোগ্য ঋণের দ্বিতীয় রাউন্ড। সেই সুযোগ শেষ হবে খুবই দ্রুত। তাই দেরি না করে আজই আবেদন করুন।

 

কারা আবেদন করতে পারবেন?

 

যেকোন ছোট ব্যবসায়ী, যাদের ১ থেকে ৫০০ জন এর নিচে কর্মচারী রয়েছেন।

 

যেকোন নন-প্রফিট অর্গানাইজেশন, কমিউনিটি অর্গানাইজেশন ৫০১(সি ৩) অথবা ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ-মন্দির যাদের ৫০১ সি ৩ স্ট্যাটাস আছে) ।

 

একমাত্র স্বত্বাধিকারী ব্যবসা (সলে প্রপার্টিজ- যাদের মালিক ছাড়া অন্য কোন কর্মচারী নাই) ।

 

যেকোন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাকটর ।

 

সেল্ফ এমপ্লয়েড ব্যক্তি ।

 

কিভাবে আবেদন করবেন?

 

কল করুন আপনার ব্যাংকে। আপনার ব্যাংক এ বিষয়ে সাহায্য করবে।

 

অথবা সরাসরি আবেদন করুন নিচের লিংকে

 

https://crfusa.com/ppp/detroit-ppp-application/?fbclid=IwAR15QJhNgEmkdTgZEtcjBEZhRw0KsPDro0HMmgdelE8vbbkJhgiDAyLG18M

 

 

https://www.loanbuilder.com/ppp-loan-support?fbclid=IwAR0127T6GZ82YP6C9beLTaA8vCe4P_p2AztN-Luy-QCO8TDmiLz3OxCIeKs

 

 

https://quickbooks.intuit.com/small-business/coronavirus/paycheck-protection-program/?fbclid=IwAR128btyUNQ-8IXFfiwvLHKYnrwGbvN0Gll5JI2HEvHuLjHH0RJ29jQ2ofY

 

https://squareup.com/us/en/l/sba-ppp-loans?fbclid=IwAR3vb95w5cETxqm5KYdvbyRd7g46Qg0QP_ZKnJ6xFv69oKAmxomZoziLkyc

 

 

http://paycheckprotectionprogrammichigan.com/

 

আবেদন বিষয়ে সাহায্য নিতে চাইলে যোগাযোগ করুন 248-220-7245

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *