জুড়ীতে আমেরিকা প্রবাসীদের মানবিক সহায়তা প্রদান

 

করোনাভাইরাস কেন্দ্রিক সারা দেশের ন্যায় জুড়ী উপজেলায় কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। নিম্নবিত্তের মত মধ্যবিত্ত পরিবার গুলোও অসহায়ত্বে ভোগছে। বৈশ্বিক এ মহামারীতে দরিদ্র মানুষকে সরকার যথাসাধ্য খাদ্য সহায়তা দিচ্ছে। পাশাপাশি জুড়ী উপজেলার উদারমনা ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রবাসীরা নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

 

আমেরিকায় বসবাসরত জুড়ীর কিছু মানবিক মানুষের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন “জুড়ী সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব ইউ এস এ ইনক” এর পক্ষ থেকে জুড়ীতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

সম্প্রতি উপজেলার ছয় ইউনিয়নের ৩৩৪টি পরিবারকে এক হাজার টাকা করে ৩ লাখ ৩৪ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়।

 

দেশের যে কোন দুর্যোগময় পরিস্থিতিতে প্রবাসীরা উদার মনে এগিয়ে আসেন। সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে বিশ্ব ব্যাপী দুর্যোগ বিরাজমান। গৃহবন্দী মানুষ। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এমতাবস্থায় আবারও এগিয়ে আসছেন প্রবাসীরা। অব্যাহত রেখেছেন মানবিক সহায়তা।॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *