নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার আছড়ে পড়ে চালক নিহত

নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার আছড়ে পড়ে হেলিকপ্টাটির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ধোঁয়ার কুণ্ডলীতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত পাইলটের নাম টিম ম্যাককরম্যাক। বিবিসি

 

জানা যায়, সোমবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের সেভেন্থ অ্যাভিনিউয়ে ৫০ তলা এএক্সএ ইকুইটেবল সেন্টারের মাথায় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ফেডারেশন এভিয়েশন এডমিনিসট্রেশন (এফএএ) জানিয়েছে, অগাস্টা এ ১০৯ই হেলিকপ্টারটিতে পাইলট একাই ছিলেন। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কিউমো জানান, বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে বহুতল ভবনের ছাদে ল্যান্ড করার চেষ্টা করেন কপ্টার চালক। কিন্তু শেষ পর্যন্ত ছাদের উপর আছড়ে পড়ার পরে হেলিকপ্টারে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গভর্নর জানান, বিধ্বস্ত কপ্টারে আগুন ধরে গিয়েছিলো, সেটি দ্রুত নেভানো হয়। ভবন থেকে জরুরি ভিত্তিতে কিছু মানুষকে বের করে আনা হয়েছে তবে কেউ আহত হননি। তিনি বলেন, নাইন ইলেভেনের পর ম্যানহাটানের মানুষ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনলেই আতংকিত হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *