শিখা চিরন্তনে শপথ নিচ্ছে ১৪ দল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ থেকে নারী ও শিশু নির্যাতন দমনে স্বাধীনতার স্মৃতি বিজড়িত ‘শিখা চিরন্তন’ থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শেখ হাসিনার নির্দেশ, নারী ও শিশু নির্যাতনে রুকে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানকে ধারন করে কর্মসূচিতে অংশ নিয়েছে আওয়ামী লীগ, ১৪ দলের শরিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ।

 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

 

উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *