সাবেক প্রধানমন্ত্রী খালেদার মুক্তিতে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ কামনায় স্মারকলিপি

নিউইয়র্ক : অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মার্কিন কংগ্রেসের সহযোগিতা চেয়ে স্পীকার বরাবর স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলের সামনে বিএনপি ও তার সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহের এক বিক্ষোভ শেষে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সী পেলসীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

 

 

প্রদত্ত স্মারকলিপিতে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি প্রদানের বিকল্প নেই বলে মন্তব্য করা হয়েছে। এজন্যে গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা চেয়েছেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

 

বিক্ষোভে নেতা-কর্মীদের সাথে ছিলেন বিএনপি ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডা. মীনা ফারাহ, ড. আবুল কাশেম এবং ড. শওকত আলী। বক্তব্য প্রদানকারীদের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, সাবেক যুগ্ম সম্পাদক জহীরুল ইসলাম, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন নাসির, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আবু তাহের এবং সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, ওয়াশিংটন বিএনপির আহবায়ক হাফিজ খান সোহায়েল, ভার্জিনিয়া বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহদাৎ হোসেন রাজু, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন, আলমগীর হোসেন মৃধা, সালেহ আহমমেদ মানিক, হুমায়ুন কবির, রাশিদা আহমেদ মুন, কামাল হোসেন, সুলতান আহমেদ, রইচ উদ্দিন, মিজানুর রহমান, জিয়াউল হক মিশন, মো: ইউসুফ মিয়া, মীর মিজান, আফরোজা খাতুন, ওসমান আলী, রাহেলা খাতুন ,আবুল কাসেম, মো: উল্লাহ, এনায়েত খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *