করোনাভাইরাসে মৃত বেড়ে ১১১৩ জন

কোভিড-১৯ নাম পাওয়া করোনাভাইরাসে চীনে মৃত বেড়ে এক হাজার একশ ১৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬০০ জন।

 

মঙ্গলবার নতুন করে ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

 

এ নিয়ে কোভিড-১৯ ভাইরাসে দ্বিতীয়বারের মতো মৃতের সংখ্যা কমেছে। মঙ্গলবার দেওয়া পরিসংখ্যানে মৃতের সংখ্যা ছিল ১০৮ জন।

 

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত রোগের নামকরণ করেছে কোভিড-১৯। করোনার কো, ভাইরাসের ভি, ডিজিজের ডি ও উৎপত্তিকাল ২০১৯-এর ১৯ মিলে হয়েছে নতুন এই রোগের নাম।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দুজন ছাড়া সবাই চীনের মূল ভূখণ্ডেই মারা যান। বাকি দুজন মারা যান হংকং এবং ফিলিপাইনে। শনিবার নাগাদ ২৫টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

 

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *