বিমান থেকে ৩ মুসলিম যাত্রীকে নামানোয় ৪২ লাখ টাকা জরিমানা

বিমান থেকে তিন মুসলিম যাত্রীকে নামিয়ে দেয়ার ঘটনায় ডেল্টা এয়ারলাইনসকে ৫০ হাজার ডলার বা ৪২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে যুক্তরাষ্ট্র।

 

মুসলিম যাত্রীদের নামিয়ে দিয়ে ডেল্টা ‘বৈষম্যমূলক আচরণ করেছে’ এবং বৈষম্যবিরোধী আইন লঙ্ঘন করেছে বলেও শুক্রবার এক আদেশে জানিয়েছে মার্কিন পরিবহন দফতর।

 

২০১৬ সালের ২৬ জুলাই প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ডেল্টার ফ্লাইট ২২৯ থেকে এক মুসলিম দম্পতিকে নামিয়ে দেয়া হয়।

 

একই বছরের ৩১ জুলাই আরেক মুসলিম যাত্রীকে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে নিউইয়র্কে যাওয়ার পথে ফ্লাইট ৪৯ থেকে নামিয়ে দেয়া হয়।

 

ডেল্টার সিকিউরিটি ওই তিন যাত্রীর বিষয়ে কোনো সতর্কতা জারি না থাকলেও নিয়ম না মেনেই তাদের নামিয়ে দেয়া হয়।

 

মার্কিন পরিবহন দফতর বলেছে, ক্যাপ্টেন ডেল্টার নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন এবং তাদের ধর্মীয় পরিচয় পাওয়ার পর ডেল্টা তাদের ফ্লাইট থেকে নামিয়ে দিতে বা উড়োজাহাজে উঠতে বাধা দিতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *