টরন্টোতে শিল্পী তানজিনা আমিনের একদিনের চিত্র প্রদর্শনী

সোমবার ১৩ জানুয়ারি টরন্টোর বিখ্যাত অ্যারাগন থিয়েটার কেন্দ্রে শিল্পী তানজিনা আমিনের একদিনের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো। এতে মূলধারার চিত্রশিল্পী, শিল্পবোদ্ধা এবং দর্শকদের জমজমাট উপস্থিতি ছিল। এটি ছিল শিল্পীর ৩৫তম একক চিত্র প্রদর্শনী।

 

তানজিনা মূলত স্থপতি। পাশাপাশি ছবি এঁকে সুনাম অর্জন করেছেন। এখন তিনি পেশাদার শিল্পী এবং প্রশিক্ষকও। প্রদর্শনীতে শিল্পীর তৈলচিত্রে আঁকা রং এবং রূপের ম্যাজিক দর্শকদের আগ্রহ তৈরি করে। মূর্ত, বিমূর্ত, বাস্তব, পরাবাস্তব সব ধরণের কাজ এবং কারুকাজ তানজিনের চিত্রকর্মে প্রতিফলিত হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

 

কানাডায় বেশ কজন খ্যাতিমান বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান চিত্রশিল্পী রয়েছেন, তানজিনা আমিন তাদের অন্যতম। কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান তার ছবি সানন্দে সংগ্রহ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *