বঙ্গবন্ধু বিপিএল: সিলেট স্টেডিয়ামে দর্শকদের ভিড়

টেস্ট কিংবা ওয়ানডে ম্যাচই হোক সিলেটে ক্রিকেট মানেই উন্মাদনা। আর বিপিএল হলে তো কথাই নেই। গ্যালারী ভর্তি দর্শকের উপচে পড়া ভীড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় আয়োজকদের। বঙ্গবন্ধু বিপিএলের এবারের সিলেট পর্বের শুরুর দিনে তেমন দর্শক সমাগম না হলেও দ্বিতীয় দিন আজ শুক্রবার শুরুতেই দর্শকের ভীড় জমেছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শকরা আসতে শুরু করেছেন মাঠে। অনেকে স্বপরিবারে আসছেন খেলা দেখতে। ফলে গ্যালারী ভর্তি দর্শকের পুরোনো রূপ ফিরে পাচ্ছে সিলেট আন্তার্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

 

এদিকে শুক্রবার মধ্যরাত থেকে বৃষ্টি হওয়ায় ম্যাচ হবে কি না তান নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে দুপুরের দিকে বৃষ্টি পড়া বন্ধ হওয়ায় দেখা মিলে সূর্যের। কেটে যায় বৃষ্টির শঙ্কা। দুপুর দুইটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তার ৪০ মিনিট পরে মাঠে নামে দুটি দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স।

 

শুক্রবার দিনের প্রথম ম্যাচে মাশরাফির ঢাকা প্লাটুনের বিপক্ষে মাঠে নেমেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে মুশফিকুর রহিম নেতৃত্বাধীন খুলনা টাইগার্স। এর মধ্যে ৫টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তারা। অপরদিকে আট ম্যাচ খেলে ঢাকা প্লাটুনের জয়ের সংখ্যাও খুলনার সমান ৫টি।

 

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), রিলি রুশো, রবার্ট ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, নজিবুল্লাহ জাদরান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোঃ আমির, শহিদুল ইসলাম ও তানভীর

ইসলাম।

 

ঢাকা প্লাটুন: মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, জাকের আলী অনিক, মমিনুল হক, হাসান মাহমুদ, আরিফুল হক, মেহেদেী হাসান, আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ ও তিশারা পেরারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *