কংগ্রেস এমপি শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। হিন্দু নারীদের অপমানের অভিযোগে এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

ভারতের তিরুবনন্তপুরম আদালত বিতর্কিত এই রাজনীতিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

 

শশীর বিরুদ্ধে অভিযোগ, তার লেখা বইতে হিন্দু নারীদের অপমান করা হয়েছে। শশী থারুরের যে বইটি ঘিরে এত আলোচনা তার নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল’।

 

১৯৮৯ সালে এই বইটির প্রথম সংস্করণ বের হয়। অভিযোগ, শশী থারুরের এই বইটির মাধ্যমে হিন্দু নারীদের অপমান করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।

 

খবরে বলা হয়, কেরালের তিরুবনন্তপুরম আদালতে ওই মামলায় হাজিরা দেননি কংগ্রেস সংসদ সদস্য। এমনকি মামলার শুনানির সময় তার আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না।

 

ফলে আদালতের নির্দেশ উপেক্ষা করার অভিযোগে তিরুবনন্তপুরম আদালত শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *