তাদের ‘উপলদ্ধি’

 

হায়দার সাহেব তার ছেলে শুভর সঙ্গে মিতুর বিয়ে এখনই দিতে চাননি। অফিসে তার প্রমোশন হওয়ার পর বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সবার চাপে তা আর হলো না। এজন্য শুভ-মিতুর বাগদান সম্পন্ন হয়ে যায়। এতে মিতুর নানি বেশি খুশী হন। কারণ তার সবচেয়ে আদরের নাতনি মিতু। দুই পরিবারের সবাই শুভ আর মিতুর সম্পর্ক সুন্দরভাবে মেনে নিয়েছিল বলেই এটা সম্ভব হয়েছে।

 

সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একটি খবর সব এলোমেল করে দেয়। বেঁকে বসেন শুভর বাবা হায়দার হোসেন। দেশের বীরাঙ্গনাদের নাম প্রকাশ করে তাদের বীরাঙ্গনা খেতাব দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেই তালিকায় মিতুর নানি রাবেয়া খাতুনের নামও আসে। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

 

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘উপলদ্ধি’। মেজবাহ উদ্দীন সুমন রচিত এ নাটক পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। বিজয় দিবস উপলক্ষে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন—নিলয় আলমগীর, মীম মানতাশা, দিলারা জামান, মোহাম্মদ বারী, সায়কা আহমেদ, আজম খান প্রমুখ। আগামীকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে এ নাটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *