৪০ সিনেমা হলে মুক্তি পেল ‘জানবাজ’

 

আমদানি প্রক্রিয়ায় (সাফটা চুক্তি) পশ্চিমবঙ্গের নায়ক বনি সেনগুপ্ত ও নায়িকা কৌশনী মুখার্জী অভিনীত সিনেমা ‘জানবাজ’ বাংলাদেশে মুক্তি পেল। শুক্রবার দেশের ৪০ সিনেমা হলে সিনেমাটি মুক্তি দিয়েছে ঢাকার হার্টবিট প্রডাকশন। বিনিময়ে এ প্রযোজনা প্রতিষ্ঠানের মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’ সিনেমাটি ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে।

 

হার্টবিটের কর্ণধার প্রযোজক তাপসী ফারুক বলেন, বেছে বেছে দেশের বড় বড় সিনেমা হলগুলোতে ‘জানবাজ’ চলছে আজ থেকে। ঢাকার মধ্যে মধুমিতা, বলাকা, জোনাকি, বিজিবি, চিত্রামহল, এশিয়া, পুনম, পূরবী, আনন্দতে সিনেমাটি দেওয়া হয়েছে। ঢাকার বাইরে যশোরের মনিহার, সিলেটের নন্দিতা, বিজিবি, রংপুরের শাপলা, খুলনায় চিত্রালী, ডেমরার রানী মহল, কাঁচপুরের চাঁদ মহল, মুক্ততারপুরের পান্না, ভৈরবের দর্শন, জয়দেবপুরের বর্ষা, বরিশালের অভিরুচি, নারায়ণগঞ্জের গুলশান, ময়মনসিংহের ছায়াবানীসহ মফঃস্বলের ভালো হলগুলোতেও চলছে জানবাজ।

 

গেল ২৫ অক্টোবর দেওয়ালীতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘জানবাজ’। মুক্তির পর মৌলিক গল্পের এ সিনেমাটি দারুণ ব্যবসা করে। একটি কয়লার খনিকে কেন্দ্র করে এ সিনেমার গল্প। প্রযোজনা করেছে ইকো এন্টারটেনমেন্টে। সিনেমাটি পরিচালনা করেছে অনুপ সেনগুপ্ত, যিনি নায়ক বনির বাবা। জানবাজের মাধ্যমে দর্শক পাচ্ছেন বাবার নির্দেশনায় ছেলের প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।

 

তাপসী ফারুক বলেন, খবর নিয়েছি, প্রায় চার সপ্তাহ জানবাজ ছবিটি সেখানকার বিভিন্ন হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেছে। আমি নিজেও ছবিটি দেখে মুগ্ধ হয়েছি। কলকাতার বর্তমান সিনেমার বাজার অনুযায়ী ‘জানবাজ’ ভালো ব্যবসা করেছে। এটি কোনো রিমেক গল্পের সিনেমা নয়। পুরোপুরি মৌলিক গল্পের অ্যাকশন সিনেমা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *