টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল ভারত

 

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৮২ রানের লক্ষ্য সহজেই পূরণ করার দিকে এগোচ্ছিল ভারত। তবে শেষ ওভারে ম্যাচ জমিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত স্নায়ু চাপ সামলে ম্যাচ বের করে নেয় ভারত। শেষ বলে লক্ষ্য পূরণ করে সিরিজের তৃতীয় টিটোয়েন্টি ম্যাচ ৬ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা।

 

রবিবার রাতে শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ১৮১ রান। নিকোলাস পুরান করেন ২৫ বলে ৫৩। এছাড়া ব্র্যাভো করলেন ৩৭ বলে ৪৩।

 

দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা ভারত সেই লক্ষ্য উৎরে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ১৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন লোকেশ রাহুল। তখন মনে হচ্ছিল, ভারত বেকায়দায় পড়তে চলেছে। এ অবস্থায় ম্যাচের হাল ধরেন শিখর ধাওয়ান ও ঋষভ পান্থ।

 

ধাওয়ান ৬২ বলে করলেন ৯২ রানের দারুণ এক ইনিংস খেলেন। অন্যদিকে ঋষভের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫৮ রান। সেই সুবাদে ভারত চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

 

আশা জাগিয়েও শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাই জেতা হলো না উইন্ডিজের। ভারত সফরে তাদের প্রাপ্তি একটি একদিনের ম্যাচে জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *