ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে ওয়ালটনের সমঝোতা স্বাক্ষর

 

দেশের প্রায় সবগুলো ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

 

হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলা থেকে শুরু করে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট পর্যন্ত সব ধরনের খেলাধুলায়ই পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি। এগিয়ে নিচ্ছে দেশের খেলাধুলাকে। যুব সমাজকে মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে সরিয়ে খেলাধুলায় সম্পৃক্ত করছে।

 

অন্যদিকে জাতিসংঘের সহযোগী সংগঠন ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের (ডব্লিউএসএ) ‘শান্তি ও উন্নয়নের জন্য ক্রীড়া’ এই স্লোগান নিয়ে বিশ্বব্যাপী কাজ করছে। আজ বুধবার একই মোটো নিয়ে কাজ করা ওয়ালটন গ্রুপ ও ডব্লিউএসএ এর সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

 

এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম কোনো করপোরেট প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের সদস্য হলো ওয়ালটন গ্রুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *