চিকিৎসার জন্য কাল লন্ডন যাচ্ছেন নওয়াজ শরিফ

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাল মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হবে বলে নওয়াজ শরিফের দল পিএমএল-এন এক বিবৃতিতে জানিয়েছে। কোনো শর্ত ছাড়াই এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হচ্ছে। খবর ডনের।

 

পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, মঙ্গলবার সকালে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে নওয়াজ শরিফকে নেওয়ার জন্য। তিনি বলেন, চিকিত্সকরা আলোচনা করে জানিয়েছেন, নওয়াজ শরিফ ভ্রমণ করার জন্য সক্ষম আছেন। এর আগে শনিবার লাহোর হাইকোর্ট নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডন যেতে অনুমতি দেয়। চার সপ্তাহ সেখানে থাকতে পারবেন তিনি। তবে মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে সময় বাড়ানো যাবে।

 

সম্প্রতি সরকার জানায়, নওয়াজ শরিফকে বিদেশ যেতে হলে সাত থেকে সাড়ে সাত বিলিয়ন ডলারের ইনডেমনিটি বন্ড দিতে হবে। তবে লাহোর হাইকোর্ট সেই শর্ত বাদ দেওয়ার নির্দেশ দিয়ে বলেছে, শর্ত ছাড়াই নওয়াজকে বিদেশে যেতে দিতে হবে। আর সরকার গতকাল জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মন্ত্রিপরিষদের আকাঙ্খারই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *